Oxymoron কি বা কাকে বলে
আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই oxymoron সম্পর্কে জানতে চান। যেহেতু ইংরেজি সাহিত্যে এই figure of speech টি অত্যন্ত পরিচিত এবং বহুল ব্যবহৃত একটি figure of speech. চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক!
আজ আমি আপনাদেরকে বলবো যে oxymoron কি, এর উৎপত্তি কিভাবে, কখন, কাকে বলে oxymoron, oxymoron কখন আর কেনো ব্যবহার করা হয়, এর উদাহরণ দিয়ে আপনাদেরকে বিস্তারিত বলবো। বিস্তারিত জানতে আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন।
oxymoron হচ্ছে একটি figure of speech. metaphysical poetry তে আগে oxymoron এর ব্যবহার হলেও বর্তমানে সব রকমের কবিতা বা গল্প, উপন্যাসে এর ব্যবহার বহুল। তাই আস্তে আস্তে এর ব্যবহারের সাথে সাথে oxymoron সম্পর্কে মানুষের জানার কৌতূহল ও বেড়ে গিয়েছে।
Let's see in details…
Oxymoron শব্দটি মূলত ২ টি word এর সমন্বয়ে গঠিত হয়েছে। “oxis” & “moros” = oxymoron. “Oxis“মানে হলো “তীব্র বা প্রচন্ড” আর “moros” মানে “আহাম্মক বা বোকা”। ১৬৫৭ সালে ইংরেজি সাহিত্যে এর প্রথম ব্যবহার হয়।
What is a oxymoron?
A figure of speech in which two contradictory words are put together.
অর্থাৎ, একটা sentence এ ২ টি বিপরীত বা ভিন্নধর্মী শব্দ পাশাপাশি বসে যখন তখন তাকে oxymoron বলে। Oxymoron এ প্রথম word টার সম্পূর্ণ বিপরীত হয় তার পরবর্তী word টাহ।যেমন দিন এর বিপরীত শব্দ রাত, তিক্ত এর বিপরীত শুব্দ মিষ্টি।
He is regularly irregular.
এটা কি সম্ভব? আদৌ হয় এমনটা? এটা আসলে উপহাস করার জন্য বা satire করার জন্য ব্যবহার করা হয়। এখানে তিনি খুবই irregular. that's why, বলা হয়েছে যে regularly irregular (নিয়মিতভাবে অনিয়মিত, অর্থাৎ, totally irregular).
He is actively inactive.
এখানে তিনি কর্মঠ নয় অর্থাৎ অলস, তাই ব্যঙ্গ করে বলা হয়েছে actively inactive.
Oxymoron এ প্রথমে মনে হয় যে এটা absurd কিন্তু একটু চিন্তা করলে একটা idea পাওয়া যায়।
Oxymoron's example
“I fear and hope, I burn and freeze in ice “.
All changed, changed utterly.
A terribly beauty is born.
He is actively inactive.
He is regularly irregular.
It's a bitter truth etc.
So, we can say that, oxymoron is the combination of two seemingly contradictory or incongruous words. Ot appears absurd at apparent consideration but in reality is suggests a subtle meaning with striking effect.
আশা করি oxymoron সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। Article টি শেষ পর্যন্ত পড়ার জন্য ধন্যবাদ।
0 মন্তব্যসমূহ