Hyperbole কি বা কাকে বলে?


সসালামু আলাইকুম। যদি আপনি ইংরেজি ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে আপনার জন্য hyeprbole একটি পরিচিত term. আপনারা অনেকেই hyperbole সম্পর্কে বিস্তারিত জানতে চান। আজ আমি আপনাদের hyeprbole সম্পর্কে বিস্তারিত বলবো।

আমি আপনাদের সাথে আলোচনা করব, what is a hyperbole, what is the definition of hyperbole, what is hyperbolic literature, what is hyperbole in figure of a speech, examples of hyperbole etc. বিস্তারিত জানতে article টি শেষ পর্যন্ত পড়ুন।

Hyperbole মূলত একটি figure of speech. বিভিন্ন কবি, সাহিত্যিকরা এই term টি তাদের লিখার মধ্যে ব্যবহার করেন তাদের লেখাটিকে অতিরঞ্জিত করার জন্য। অনেক সময় কোনো কথা normally বলার চেয়ে একটু বাড়িয়ে বললে  সেটা বেশি শ্রুতিমধুর শোনায়। আর কোন কিছু কি এই বাড়িয়ে বলাটাই হচ্ছে hyeprbole.


What is the definition of hyperbole

যদি hyeprbole এর সংজ্ঞা দেই তাহলে বলতে পারি যে, hyperbole is an exaggeration in an expression for emphasis. অর্থাৎ, hyperbole কোন কথাকাকি অতিরঞ্জিত করে বাড়িয়ে বলে সেটার গুরুত্ব বাড়ানো টাই হচ্ছে hyperbole.


What is hyperbole in literature

Literature এ এই hyperbole অনেক বেশি পরিমাণে ব্যবহার করা হয়। It describe a person or a thing more elaborately or exaggeratedly than the person of the thing deserves. অর্থাৎ, এটি কোনো ব্যক্তি বা কোন বস্তুকে তার সত্যিকারের মূল্যের চেয়ে আরো সহজ কথায় যদি বলি তাহলে বলতে পারি যে কোন ব্যক্তি বা বস্তু সে যা বা যতটুকু তার থেকে বাড়িয়ে বলার ক্ষেত্রে ব্যবহার করা হয়।


What is hyperbole in figure of speech

English literature এ অনেক figure of speech রয়েছে। hyeprbole তার মধ্যে বহুল ব্যবহৃত একটি । It is used for both serious and comic effects. অর্থাৎ বিভিন্ন কবি সাহিত্যিকরা যেকোনো serious বা comic effects এর জন্য এটি ব্যবহার করে থাকে। উদাহরণস্বরূপ আমি যদি William Wordsworth এর “Daffodils” কবিতার কথা বলি, তাহলে আপনারা বিষয়টি পরিষ্কার বুঝতে পারবেন। এই কবিতায় তার একটি লাইন আমি তুলে ধরলাম আপনাদের বোঝার সুবিধার্থে।

“ten thousands saw I at a glance”

এখানে তিনিই ড্যাফোডিল ফুল দেখার কথা বলেছেন। এবং বলেছেন যে তিনি এক পলকে ১০ হাজার ড্যাফোডিল ফুল দেখেছেন। এটা কি আদৌ সম্ভব? একটা মানুষ কি কখনো এক পলকে দশ হাজার ড্যাফোডিল ফুল দেখতে পারে? আর যদি দেখেও! সেটা কি গুনতে পারে? অবশ্যই না। এক্ষেত্রে কবি ফুলের আধিক্য বোঝাতে , তার ভিতর ফুলকে দেখে তৈরি হওয়া আনন্দ বা উচ্ছ্বাসএবং বিষয়টিকে অতিরঞ্জিত অর্থাৎ বাড়িয়ে বলার জন্য বলেছেন যে “ ten thousands saw I at a glance”. এখানে এটি একটি hyperbole এর উদাহরণ।

যদি আরেকটি উদাহরণ দেই ওই কবিতা থেকে….

Let's see..

“I wandered lonely as a cloud”

এখানে কবি তার নিঃসঙ্গ মনের অবস্থা বুঝাতে এই লাইনটি বলেছেন। মেঘ যেমন একা, তেমন কবির মন ও একা। এটা কি আসলে সম্ভব? একজন মানুষ যতই একাকি বা নিঃসঙ্গ হোক! সে কি কখনো মেঘের মতো নিঃসঙ্গ হতে পারবে? কখনোই নয়। কবি তার মনের নিঃসঙ্গ অবস্থাকে অতিরঞ্জিত করে বাড়িয়ে বলেছেন, তাই আমরা বলতে পারি যে এটিও একটি hyperbole এর উদাহরণ।


Examples of hyperbole

আমরা Shakespeare এর “Hamlet” এ Hyperbole এর ব্যবহার দেখতে পাই।

I loved Ophelia;

Forty thousand brothers

Could not with all their quantity of love,

Make up my sum.


আবার W.H. Auden এর “ As I walked out one evening” এর মধ্যেও  hyperbole  খুঁজে পাই।

“I’ll love you, dear, I’ll love you

Till China and Africa meet,

And the river jumps over the mountain

And the salmon sing in the street,”


চীন হচ্ছে এশিয়া মহাদেশ এবং আফ্রিকা , আফ্রিকা মহাদেশের একটি দেশ। এই দুটি দেশের কি আসলে কখনো দেখা করা সম্ভব? ভৌগলিক দিক থেকে তো কখনোই নয়। আবার আমরা জানি, salmon হচ্ছে একটা সামুদ্রিক মাছ, এই মাস্তি কখনো রাস্তায় হাঁটবে এটা সম্ভব? কখনোই নয়। তাই এটিও Hyperbole.


আশা করি আপনারা hyperbole সম্পর্কে জানতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন যে আসলেই hyperbole টা কি। এটি positive as well as negative ও হতে পারে। এর  মধ্য দিয়ে কখনো কোনো হাস্যরসাত্মক বিষয় বা কখনো কাউকে তীব্র সমালোচনা ও করা যেতে পারে। Serious as well as comic effects এটি ব্যবহার করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ