Gerund এবং Participle কি | Gerund vs. Participle

gerund vs participle
আসসালামু আলাইকুম। আমরা অনেকই Gerund এবং Participle নিয়ে confusion এ থাকি।  বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় answer করার সময় আমরা বুঝতে পারি নাহ যে এটা কি Gerund হবে নাকি Participle! আজ আমি আপনাদের সাথে Gerund & Participle  নিয়ে in detail আলোচনা করবো। 

আপনাদের সামনে ব্যাখ্যা করবো যে Gerund কি? Gerund কাকে বলে? Gerund এর example, Participle কি, Participle কাকে বলে, Participle এর example, Gerund এবং Participle চেনার উপায়, Gerund এবং Participle এর মধ্যে difference ইত্যাদি। বিস্তারিত জানতে Article টি শেষ পর্যন্ত পড়ুন।


Gerund and Participle মূলত non-finite verb এর প্রকারভেদ। Gerund and Participle এর উৎপত্তি হচ্ছে verb থেকে। Transitive verb & Intransitive verb অনুযায়ী এটি কখনো Gerund আর কখনো Participle.  এখন প্রশ্ন হচ্ছে যে Transitive আর Intransitive verb কি? Let's see…

Transitive verb: যে verb এর object থাকে, তাকে Transitive verb বলে। অর্থাৎ,  verb কে যদি আমরা “কি” বা “কাকে” দিয়ে প্রশ্ন করে উত্তর পাই, তাহলে সেটা transitive verb.

Structure: verb+object.

Example: I fly kites. ( আমি কি ওড়াই? ঘুড়ি,  উত্তর পাচ্ছি, তাই “fly” Transitive verb) 

I read the book.  ( আমি কি পড়ি? বই)

Intransitive verb: যে verb এর object থাকে নাহ, তাকে intransitive verb বলে।এক্ষেত্রে verb এরপর punctuation marks দিয়ে sentence শেষ হয় অথবা verb এরপর adverb/adverbial phrase থাকে।

structure: verb + punctuation marks(“.”. “,”)

   Verb+adverbial phrase. 

Example: kites fly in the sky.

  He reads a lot.


যেহেতু intransitive verb এরপর কিছু না বসলেও অর্থ পাওয়া যায় তাই একে বলা হয় complete verb আর transitive verb কে বলা হয় incomplete verb.

Gerund কাকে বলে

Verb এর সাথে ing যুক্ত হয়ে যখন noun এর কাজ করে তখন তাকে gerund বলে। gerund, verb থেকে উৎপত্তি হয় জন্য আমরা বলতে পারি একে verbal noun. যেহেতু এটা noun এর কাজ করে। So, we can say that,

Gerund is similar to Noun.

Gerund যেহেতু Noun এর কাজ করে। তার মানে Noun যেখানে যেখানে বসে সেখানে সেখানে Gerund বসবে।চলুন দেখে নেই Gerund বাক্যের কোথায় কোথায় বসে…

  •  Subject হিসেবে gerund বসে।

For example:  Walking is my hobby. ( এখানে Walking হচ্ছে sentence এর subject,  এবং এটি Noun এর মতো কাজ করছে, তাই here walking is gerund)

  • object হিসেবে Gerund বসে।

For example: I like swimming. ( এখানে swimming, sentence এর object হিসেবে বসেছে এবং এটি noun এর মতো কাজ করছে) 

  • Preposition এর object হিসেবে gerund বসে।

For example: He is fond of reading book. (এখানে preposition “of” এর object হিসেবে reading বসেছে, তাই reading এখানে gerund)

  • Compliment হিসেবে gerund বসে। 

For example: His profession is teaching

এখন প্রশ্ন হচ্ছে যে compliment  কি?

Compliment অর্থ পরিপূরক। subject এর পূর্নতার জন্য যে word /phrase বসে তাদেরকে compliment বলে।

যেমন- I am sad. ( এখানে, যে আমি, সেই sad. sad word টি subject এর পূর্নতার জন্য বসেছে, এবং এটিকে subject থেকে আলাদা করা যাচ্ছে নাহ, তাই আমরা sad কে উক্ত sentence এর compliment বলতে পারি) 

  • Compound noun হিসেবে gerund বসে।

For example: A walking stick has been lost.( এখানে, walking টা হচ্ছে gerund, কারন A walking stick টা হচ্ছে এখানে compound noun) 

জানা আছে তো compound noun কি?!

A noun that is made with two or more words is called compound noun. (  দুই বা ততোধিক শব্দ নিয়ে গঠিত noun হচ্ছে compound noun) 

Example: A washing machine,  making breakfast etc.

Gerund Examples

I like reading

She hates lying

He is fond of travelling

Participle কাকে বলে

Verb এর সাথে ing যুক্ত হয়ে যখন adjective  এর কাজ করে তখন তাকে participle বলে। participle, verb থেকে উৎপত্তি হয় জন্য আমরা বলতে পারি একে verbal adjective.  যেহেতু এটা adjective  এর কাজ করে। So, we can say that,

Participle is similar to verbal adjective. 


যেখানে যেখানে adjective বসতে পারে,  সেখানে সেখানে participle বসতে পারে। 

Participle ৩ প্রকার।

  1. Present participle 

  2. Past particle 

  3. Perfect participle 

চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

  • present particle: noun এর পূর্বে modifier হিসেবে participle (adjective) বসে।

For example: I saw a walking man.

Noun/noun phrase এর modifier হিসেবে participle বসে।

for example: Riding on horse, is his hobby. 

Intransitive verb এরপর participle বসে।

for example: The girl entered the room dancing


  • Past participle: সাধারণত ed, d, t, en,n দ্বারা শেষ হয়। conjugation of verb এর 3 nb form টাই হচ্ছে past participle.  (Go-went-gone)

for example: The food is cooked by me.

Rice is eaten by me.

  • Perfect participle: having+ verb এর past participle = perfect participle. 

For example: Having gone there, I became surprised. 

Participle Examples

A barking dog seldom bites.

Let's go fishing

They came in dancing

Gerund and Participle চেনার উপায়

Gerund and Participle কে চেনার কিছু উপায় আছে। Let's see…

  • (Verb+ing)  কে “it” দিয়ে replace করার পর যদি অর্থ ঠিক থাকে তাহলে সেটা gerund, আর অর্থ ঠিক না থাকলে participle. 

For example: Reading is my pleasure.(Here we can replace it, It is my pleasure. So, here reading is gerund.) 

  • transitive verb এরপর যে ing যুক্ত verb থাকবে সেটি gerund. On the other hand, intransitive verb এরপর  যে ing যুক্ত verb টি থাকবে সেটি participle.

for example: He is fond of riding.

They came in dancing

Gerund vs Present Participle

Gerund হচ্ছে verb এর সাথে ing যুক্ত হয়ে noun এর কাজ করে। On the other hand, present participle হচ্ছে verb এর সাথে ing যুক্ত হয়ে adjective এর কাজ করে।

Gerund vs Participle Examples

Walking is my hobby. (Gerund)

I saw a walking man.(participle)

I love reading. (Gerund)

I saw a man reading book. (Participle)

She loves dancing.( gerund)

She came here in dancing. (Participle)

What is the difference between gerund and participle  with examples

There are some differences between gerund and participle. For example:

  1. Gerund দিয়ে স্থির অবস্থা বোঝায় আর participle দিয়ে গতিশীল। 

  2. gerund দিয়ে মৃত অবস্থা বোঝায় আর participle দিয়ে জীবিত। 

  3. Verb+ing  যদি noun এর কাজ করে তাহলে gerund আর adjective এর কাজ করলে participle. 

  4. Gerund কে verbal noun বলে আর participle কে verbal adjective বলে।

  5. gerund আর modifier মিলে হচ্ছে gerund phrase. On the other hand, participle+ modifier মিলে হচ্ছে participle phrase. 

  6. transitive verb এরপর যে ing যুক্ত verb থাকবে সেটি gerund. On the other hand, intransitive verb এরপর  যে ing যুক্ত verb টি থাকবে সেটি participle.

  7. Gerund কে it দিয়ে replace করা যায়, আর participle কে যায় নাহ।

 N:B: 

A rolling stone gather no moss. এটা কি gerund নাকি participle?

Let's see in detail… 

Rolling শব্দটা হচ্ছে জন্মগতভাবে adjective. তাই যদি এভাবে জিজ্ঞেস করা হয় যে, 

A rolling stone gather no moss. Which parts of speech the underline  word is ? 

  1. Adjective B) verb C)  gerund D) participle 

কিন্তু যখন বলবে যে,  

A rolling stone gather no moss. Here, the underline word is -

  1. noun B) verb C)gerund D)participle 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ